
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ আরও বেশ কিছু দেশ। এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করা নিয়ে ভারতকে হুঁশিয়ারি করল মার্কিন যুক্তরাষ্ট্র।
এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির কাছে জানতে চাওয়া হয়, এক্ষেত্রে ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে? জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না এর ফলে কোনও নিষেধাজ্ঞা জারি হতে পারে। পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে। রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের সামরিক অভিযানকেও সমর্থন করা। যে অভিযানের ফলাফল ভয়ঙ্কর।”
আমেরিকা জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত যদি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করলে হয়তো ইতিহাসের ভুল দিকে অবস্থান হবে নয়াদিল্লির।সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকেঘ
উল্লেখ্য, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালায়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: