
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৫৮০ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৩ হাজার ১৮০ জন। একই সাথে সুস্থ মানুষের সংখ্যা চার লাখ এক হাজার ২৭১ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৯৫৯ জন।
একই সাথে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৮৯ হাজার ৪০২ জন। আর সুস্থ হয়েছেন ৬১ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৪১৩ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯২ লাখ ৮১ হাজার ৯৫৪ জনে। মোট মারা গেছেন ১০ লাখ ৯৪ হাজার ৫৯৬ জন।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯৮৭ জনের।
তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৬৫৫ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৭৭১ জনের।
এছাড়া জার্মানি আক্রান্তে চতুর্থ স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৪১২ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩৭৭ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
বিদেশ বার্তা/ এএএ
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: