ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজে আগুন: নিহত ১৪

আল আমিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০৪:০২

আল আমিন
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০৪:০২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইস্ট নুসা তেনগারা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

জানা গেছে, কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিলো যাত্রীবাহী নৌযানটি। হঠাৎ তাতে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে অনেকেই সাগরে ঝাঁপিয়ে পড়েন। সাহায্য চেয়ে খবর পাঠানো হলে দ্রুত অভিযান শুরু করে স্থানীয় জরুরি বিভাগ।

সংশ্লিষ্টদের ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এবং পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। জাহাজে অগ্নিকাণ্ডের কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

২০১৮ সালে উত্তর সুমাত্রা প্রদেশের একটি গভীর হ্রদে প্রায় ২০০ জন লোক নিয়ে ফেরি ডুবে যায়। এতে ১৬৭ জন নিহত হয়। সবচেয়ে বড় দুর্যোগগুলোর মধ্যে ১৯৯৯ সালে যাত্রীবাহী জাহাজ ডুবে প্রাণ হারায় ৩১২ জন।

বিদেশ বার্তা/ এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: