ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে রাশিয়া: জেলেনস্কি

আল আমিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০১:১২

আল আমিন
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০১:১২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রকেট এবং ইরানের তৈরি ড্রোন ইউক্রেনের এক তৃতীয়াংশ জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে। সোমবার ইউক্রেনের পুনর্নির্মাণ বিষয়ক এক সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানান।

বার্লিনে অনুষ্ঠিত সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, দ্রুত পুনর্নির্মাণ পরিকল্পনার ১৭ বিলিয়ন ডলারের সিঙ্গেল সেন্ট ইউক্রেন হাতে পায়নি।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আসন্ন শীত যাতে আমাদের জন্য কঠিন হয় সেজন্য রাশিয়া সবকিছু ধ্বংস করছে। সূত্র: আল আরাবিয়া।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়।

সূত্র: আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: