
আন্তর্জাতিক ডেস্ক: গত ৯ মার্চ, ভারতের একটি নিরস্ত্র সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে হোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে আঘাত হানে। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ ঘটনা নিয়ে বেশ উত্তেজনায় রয়েছে দুই দেশ। এই পরিস্থিতিতে এ বিষয়ে সংসদে বিবৃতি পেশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
মঙ্গলবার সংসদে তিনি বলেন, “আমি সংসদকে ২০২২ সালের ৯ মার্চে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে বলতে চাই৷ সেদিন তদারকির সময় দুর্ঘটনাবসত একটি ক্ষেপণাস্ত্র লঞ্চ করে গিয়েছিল৷ ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাক্রমে এই ঘটনা ঘটে।”
তিনি বলেন, “ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনও ঘাফিলতি পাওয়া যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনাথ আরও বলেন, “আমি সংসদকে বলতে চাই, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা এসওপিগুলো পর্যালোচনা করছি। আমরা সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আরও বলেন, আমরা যদি কোনও ত্রুটি খুঁজে পাই, ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ এবং নির্ভরযোগ্য। আমরা সময়মত পর্যালোচনা করি। আমাদের সশস্ত্র বাহিনী সুপ্রশিক্ষিত এবং সুশৃঙ্খল এবং এই ধরনের ব্যবস্থা বজায় রাখার অভিজ্ঞতা রাখে।”
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: