ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুদানে জমি সংক্রান্ত বিরোধে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৫০

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ১৯:৪৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ১৯:৪৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নীল রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষদের ভয়াবহ সংঘর্ষে ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির এই রক্তক্ষয়ী সংর্ঘষে কমপক্ষে ৮৬ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ অক্টোবর) ও বৃহস্পতিবার (২০ অক্টোবর) এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে সুদানে ঘটা সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি। এর প্রতিবাদে বৃহস্পতিবার ব্লু নীল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নামে বহু মানুষ। এসময় তারা এ ধরনের লড়াই-সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।

সুদানের ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে বুধবার ও বৃহস্পতিবার নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।’

খবর : আফ্রিকা নিউজ, আল জাজিরা, আনাদোলু এজেন্সি।



আপনার মূল্যবান মতামত দিন: