ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাদে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ১৯:৩৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ১৯:৩৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ- চাদে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৭২ জন সরকার বিরোধী বিক্ষোভকারী প্রাণ হারালেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুটি শহরে সহিংসতা ছড়ানোর কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাজধানীতেই সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে ৪০ জনের। আহত হয়েছেন বহু মানুষ। তাছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মোউনদুতেও নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীরা সহিংসতায় জড়ান। সেখানে প্রাণ গেছে কমপক্ষে ৩২ জনের।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দোবা ও সারাহতেও ছড়িয়েছে অস্থিরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাগুলোয় জারি করা হয়েছে কারফিউ।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজ ক্ষমতার মেয়াদ দুই বছর বৃদ্ধির ঘোষণা দেন মাহামেত ইদ্রিস দেবি। এ ঘোষণার পর সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পরে ক্ষোভ। কারণ- গেল বছর আততায়ীর হাতে খুন হওয়ার আগ পর্যন্ত ৩ দশক ধরে দেশটির ক্ষমতায় ছিলেন দেবির বাবা। ওই পরিবারের শাসনে ক্ষুব্ধ চাদবাসী। খবর বার্তা সংস্থা এপি, যমুনা টিভি।



আপনার মূল্যবান মতামত দিন: