
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে ব্লকের সদস্যরা সর্বসম্মতভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রদানে সম্মত হন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইরানের তিন ব্যক্তির সম্পদ জব্দ এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
রাশিয়া সম্প্রতি ইউক্রেনে ইরানের কামিকাজে এবং শাহেদ ড্রোন দিয়ে ব্যাপক হামলা করেছে। যদিও ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করছে।
বৃহস্পতিবার বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের দূতরা ড্রোন সরবরাহের জন্য ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্মত হয়েছেন।
নিষেধাজ্ঞা বৃহস্পতিবার বিকাল থেকেই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: