ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইরানে কারাগারে আগুন-গোলাগুলি: নিহত ৪

আল আমিন | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ০৫:২০

আল আমিন
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ০৫:২০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কুখ্যাত ইভিন কারাগারে রাতজুড়ে আগুন ও কারাগারের ভেতর থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৬২ জন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, রাতভর বন্দীদের মধ্যে সংঘর্ষের পর অগ্নিকাণ্ড হয়েছে।

আইআরএনএ বলছে, আগুনের ধোঁয়ার কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত ৬১ জনের মধ্যে ৫১ জনকে বহিরাগত রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হয়েছে।রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কারাগার থেকে আগুন আর ধোঁয়া উড়ছে। সেই সঙ্গে ভিডিওতে বন্দুকের গুলি আর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।কর্মকর্তাদের উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে, আগুন এখনো জ্বলছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, বিক্ষোভের সঙ্গে কারাগারে আগুনের ঘটনার কোন সম্পর্ক নেই বরং এর পেছনে অপরাধীরা রয়েছে। সেখানে বলা হচ্ছে, সাধারণ অপরাধীরা এই দাঙ্গা ঘটিয়েছে, রাজনৈতিক বন্দীরা এর সঙ্গে জড়িত নয়।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, কারাগারের বাইরে থেকে বিভিন্ন বস্তু ভেতরে ছুঁড়ে মারা হচ্ছে, এরপর বিস্ফোরণ ঘটছে।

কারাগারের ভেতর থেকে ইরানের সরকারি টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তেহরানের গভর্নর দাবি করেছেন, ছোটখাটো অপরাধীদের একটি দল এই দাঙ্গা শুরু করেছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, কারাগারে বন্দীদের নির্যাতন করার এবং অনির্দিষ্টকাল আটকে রাখার মতো হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা ও স্বাস্থ্য সেবা না দেওয়ারও অভিযোগ রয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: