
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে দুই ব্যক্তি। এসময় আহত হন আরো ১৫ জন। হামলাকারীরা ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে এসেছিলেন।
শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ঘটানাটি ঘটে। পাল্টা হামলা তারা দু’জনও নিহত হয়েছেন।
রবিবার (১৬ অক্টোবর) বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় ওই দুই স্বেচ্ছাসেবক একটি দলের ওপর গুলি চালায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ছিলেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গত মাসে ইউক্রেন যুদ্ধের জন্য আরো ৩ লাখ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার মস্কোসহ বড় শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। ইউক্রেন যুদ্ধ অংশ না নিতে অনেকে দেশ ছেড়ে যান।
উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দিন দিন ইউক্রেনীয় ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করে যাচ্ছে রাশিয়া। তবে পশ্চিমা সামরিক সহায়তায় প্রতিরোধ আরো জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী। সূত্র: বিবিসি।
আপনার মূল্যবান মতামত দিন: