
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সহায়তার জন্য চীনের কাছে ড্রোন সহ সামরিক সহযোগিতা চেয়েছে মস্কো। পাশাপাশি বেইজিংয়ের সমর্থনও চেয়েছে তারা। খবর: সিএনএন।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার জের ধরে, যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বৃহত্তম বেশ কয়েকটি ব্যাংক এবং শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।
এদিকে, ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, ‘তিনি রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে চীনের কোনো বার্তা সম্পর্কে অবগত নন।’ মস্কোকে সহায়তা করতে বেইজিং ইচ্ছুক হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এমনটা কখনো শুনিনি।’
এ সময় ইউক্রেনের পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করে লিউ পেংইউ বলেন, ‘এটি প্রকৃতপক্ষে উদ্বেগজনক। চীন ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান করেছে এবং ভবিষ্যতে আরও করবে।’
এদিকে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে চতুর্থ পর্বের আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এই তথ্য নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় ইউক্রেন প্রেসিডেন্টের এই উপদেষ্টা বলেন, দুই পক্ষের মধ্যে যোগাযোগ কঠিন; তা সত্ত্বেও আলোচনা চলছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: