ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চতুর্থ দফায় রাশিয়া-ইউক্রেনের আলোচনা শুরু

আল আমিন | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ০৩:৫২

আল আমিন
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ০৩:৫২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চতুর্থ পর্বের আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এই তথ্য নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় ইউক্রেন প্রেসিডেন্টের এই উপদেষ্টা বলেন, দুই পক্ষের মধ্যে যোগাযোগ কঠিন; তা সত্ত্বেও আলোচনা চলছে।

ইউক্রেনে রুশ হামলার কয়েক দিন পরই আলোচনায় বসে দুই দেশ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে তারা। কিন্তু আলোচনায় অগ্রগতি নেই।

সর্বশেষ রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়াতে আলোচনায় বসেছিলেন। যদিও সেই আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনায় কিছুটা ‘ইতিবাচক গতি’ এসেছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত শনিবার বলেছেন, সর্বশেষ আলোচনায় রুশদের কাছ থেকে ভিন্ন পন্থা দেখতে পেয়েছেন।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: