ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউরোপের জন্য তুরস্ক অপরিহার্য: প্রেসিডেন্ট এরদোয়ান

আল আমিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০১:০৩

আল আমিন
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০১:০৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  ইউরোপের জন্য তুরস্ক কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অগ্রগতি সেটা দেখিয়ে যাচ্ছে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই মন্তব্য করেন।

রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বিশ্বের প্রতিটি অগ্রগতি এটা প্রকাশ করছে যে, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অঞ্চলের জন্য তুরস্ক অপরিহার্য।

বৈঠকে এরদোয়ান আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে তুরস্ক এজিয়ান এবং ভূমধ্যসাগরের সমস্যা সমাধান করতে চায়। ইইউর প্রতি তিনি গ্রিসকে তুরস্কের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানান।

তুরস্কের স্থানীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয়ান পলিটিক্যাল কমিউনিটির বৈঠকে প্রথমবারের মতো উপস্থিত হন এরদোয়ান। সেখানে শান্তি ও নিরাপত্তা নিয়ে ইউরোপ যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তা নিয়ে তুরস্কের দর্শন, অবদান এবং মূল্যায়ন তুলে ধরেন।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানসহ বেশ কয়েকজন নেতার সাথে 'সাইডলাইন বৈঠক' করেছেন এরদোয়ান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় প্রাগ সম্মেলনে ইউরোপীয় নেতারা তুরস্কের প্রশংসা করেছে বলেও জানান এরদোয়ান।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: