
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার মস্কোর ঘোষণার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব উঠতে যাচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মস্কো এই প্রস্তাবের ওপর গোপন ভোটাভুটি আহ্বান করেছে। তবে জাতিসংঘের মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
বুধবার (১২ অক্টোবর) কিংবা বৃহস্পতিবার (১৩২ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া মস্কোর বিরুদ্ধে প্রস্তাবে ভোট দিতে অন্য দেশগুলোর ওপর পশ্চিমাদের চাপ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, শান্তি ও নিরাপত্তা বা বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টার সঙ্গে এর কী সম্পর্ক? এটি এমন কিছু নয় যেখানে সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন।
সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনীয় ভূখণ্ড দখলের জন্য রাশিয়ার কথিত গণভোটকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানোর প্রসঙ্গ থাকছে। একইসঙ্গে প্রস্তাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থনও ব্যক্ত করা হচ্ছে। সূত্র: রয়টার্স।
আপনার মূল্যবান মতামত দিন: