ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৭টি শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ২০:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ২০:২৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে পূর্ব ও দক্ষিণাঞ্চলের ১৭টি শহর পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের দাবি, নাইপার নদীর তীরবর্তী এলাকায় আটকা পড়েছে ২৫,০০০ এর মতো রুশ সেনা। লিমানে রুশদের পতনের পর নতুন এ সাফল্য দাবি করলো ইউক্রেনীয় বহর। খবর রয়টার্স’র।

ইউক্রেনীয় বাহিনী জানায়, নাইপার নদীর পশ্চিমাঞ্চল প্রায় তাদের নিয়ন্ত্রণে। ঘেরাও করায় সেখান থেকে বেরোতে পারছেন না বিপুল সংখ্যক রুশ সেনা। বিমান হামলায় ধ্বংস হয়েছে পুতিন বহরের কমপক্ষে ৩১টি ট্যাংক ও সাঁজোয়া যান।

ইউক্রেনীয় যোদ্ধারা লিশিচানস্ক শহরের তেল শোধনাগার কেন্দ্রটি দখলের কাছাকাছি পৌঁছেছে। কাছের শহর- ক্রেমিন্নায় চলছে রুশ সেনাদের সাথে তুমুল লড়াই। সাফল্য দাবি করলেও বাখমুত ঢোকার পথে ইউক্রেনীয় বহরকে ঠেকিয়ে দিয়েছে রুশ বাহিনী। দোনেৎস্কের মূল যোগাযোগ পথ হিসেবে পরিচিত শহরটি পুনরুদ্ধারে গেলো কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালাচ্ছে কিয়েভ প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন: