ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লেখাপড়ার ধরন বদলাতে চায় সরকার

আল আমিন | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০৬:০২

আল আমিন
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০৬:০২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আমাদের পড়াশোনার ধরনটাকে একটু বদলাতে চেষ্টা করছি। এ জন্য অনেক বাবা-মা আমার ওপর একটু গোস্যা (অভিমান) হচ্ছেন। তারা বলছেন পরীক্ষা কমিয়ে দিলে তো আমাদের ছেলে-মেয়েরা ভালো শিখবে না।

রবিবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা মুখ্য বিষয় নয়, জ্ঞান ও দক্ষতা অর্জনই মুখ্য বিষয়। আমরা দক্ষ যোগ্য মানুষ তৈরি করতে চাই। আমরা সোনার মানুষ গড়তে চাই। যারা সু-নাগরিক হবে।

মন্ত্রী বলেন, শুধু পরীক্ষা দিয়ে তো ভালো শেখা হয় না। গবেষণা বলছে, যেখানে যে দেশে শিক্ষার মান যত উন্নত। সেখানে সে দেশে পরীক্ষার চাপ তত কম।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা না হলেও প্রতিদিনই মূল্যায়ন হতে থাকবে। এজন্য দরকার দক্ষ শিক্ষক। সেজন্য আমরা শিক্ষক প্রশিক্ষণে মনোনিবেশ করেছি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: