ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইরানে ভূমিকম্প, আহত ২৬৭

আল আমিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ০৩:২০

আল আমিন
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ০৩:২০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কমপক্ষে ২৬৭ জন মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়াই শহরের কাছে।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে-এলাকার চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে অন্তত ২৭৬ জন আহত হয়েছে।

খোয়াই মেডিকেল ইমার্জেন্সি সার্ভিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৬৮ জন সামান্য হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি খোয়াই থেকে প্রায় ১১.৬ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরতায় ছিল।

সূত্র: রয়টার্স।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: