ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনে হামলা বন্ধে মানববন্ধন করল ইসরায়েল

আল আমিন | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০৫:৩৪

আল আমিন
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০৫:৩৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পক্ষে মানববন্ধন করেছে ইসরায়েলের জনগণ। গতকাল শনিবার তেল আবিবের রুশ দূতাবাসের সামনে জড়ো হয়ে ইউক্রেনে অভিযানের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে জনগণ।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া শত শত বিক্ষোভকারী। তারা ইউক্রেনের উদ্বাস্তুদের স্বাগত জানায়। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানায় বিক্ষোভে অংশগ্রহণকারী জনগন। তারা ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের আহবান জানায়। সূত্র : জেরুজালেম পোস্ট ও বিবিসি।

এমন পরিস্থিতিতে ইউক্রেনকে অতিরিক্ত আরও ২০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে রবিবার ভোরে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫! আহত হয়েছে আরও ৫৭ জন।

এক সমাবেশে পোপ ফ্রান্সিস রাশিয়াকে ইউক্রেনের নাগরিকদের ‘হত্যা’ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ইউক্রেনে হামলার বৈধ এবং কৌশলগত কোনো কারণ নেই। ঈশ্বরের দোহায় ভুক্তভোগীদের কান্না শুনুন, বোমা হামলা এবং আক্রমণ বন্ধ করুন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: