ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সাভান্তে পাবো

আল আমিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০২:৫৮

আল আমিন
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০২:৫৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সাভান্তে পাবো। ‌‘বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য’ তাকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল কর্তৃপক্ষ।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে- আমরা কোথা থেকে এসেছি, আমাদের আগে যারা এসেছে তাদের সঙ্গে আমরা কীভাবে সম্পর্কিত, কীভাবে আমরা অন্য একই গোত্রের জীবের চেয়েও ভিন্ন হয়ে উঠেছি; এসব বিষয় নিয়েই গবেষণা করেছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সোভান্তে।

সাভান্তে পাবোর জন্ম ১৯৫৫ সালের ২০ এপ্রিল, সুইডেনের স্টকহোমে। তিনি বিবর্তনমূলক জেনেটিক্সের বিষয়ে বিশেষজ্ঞ। তিনি প্যালিওজেনেটিক্সের অন্যতম একজন প্রতিষ্ঠাতা। নিয়ান্ডারথাল জিনোমের উপর বিশদভাবে কাজ করেছেন সাভান্তে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: