
আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের এক বিশাল সামরিক ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫! আহত হয়েছে আরও ৫৭ জন।
রবিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিদেশি সামরিক প্রশিক্ষকরা এই ঘাঁটিতে কাজ করতেন। রয়টার্স এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্স ইয়াভোরিভের সামরিক ঘাঁটির দিকে দেখা গেছে। এছাড়া পরবর্তীতে আরও সাতটি অ্যাম্বুলেন্স ওই ঘাঁটির দিকে যেতে দেখা গেছে।
তবে হামলার সময় সেখানে বিদেশি সামরিক প্রশিক্ষকদের কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
আঞ্চলিক গভর্নর মাকসিম কজিতস্কি বলেন, রুশ বিমান ইয়াভোরিভের সামরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রকেট ছুড়েছে। এটি পোল্যান্ডের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শোনা গেছে। খারকিভ, চেহেরনিভ, সুমি ও মারিউপোলের মতো শহরগুলো ঘিরে রেখেছে রুশ বাহিনী। তারা শহরগুলোতে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে।
বিবিসি আরও জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: