
আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে দখল করা চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করবেন। বিবিসি এই খবর প্রকাশ করেছে।
গত শুক্রবার ইউক্রেনের কাছ থেকে দখল করা দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলে গণভোট শুরু হয়। বুধবার এই ভোট শেষ হয়। রাশিয়া দাবি করেছে, অধিকাংশ ভোট রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে পড়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, পুতিন শুক্রবার চার অঞ্চল যুক্ত করতে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠান পালন করবেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে।
সূত্র: সিএনএন, আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: