ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুদ্ধে ‘অপ্রশিক্ষিত সেনা’ পাঠাচ্ছে রাশিয়া: ইউক্রেন

আল আমিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৩

আল আমিন
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধ করতে নতুন করে সেনা সমাবেশ করছে রাশিয়া। রিজার্ভ ফোর্সের সেনাদের যুদ্ধে পাঠাতে ডিক্রি জারি করেছেন পুতিন। নতুন সেনা সমাবেশের ঘোষণার পরপরই তা বাস্তবায়ন শুরু করে দিয়েছে রাশিয়া।

তবে ইউক্রেন দাবি করছে, রাশিয়া যুদ্ধ করতে অপ্রশিক্ষিত সেনা পাঠাচ্ছে।

প্রাত্যহিক যুদ্ধ আপডেটে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার বাহিনীতে নতুন সেনা যুক্ত করা হয়েছে। তাদের সেকেন্ড মোটর রাইফেল ডিভিশনের ফার্ষ্ট ট্যাঙ্ক ইউনিট ইতোমধ্যে ফ্রন্টলাইনে পৌঁছেছে। কিন্তু নতুন যুক্ত হওয়া সেনারা মোটেও প্রশিক্ষিত নন। অপরাধে অভিযুক্ত এমন লোকেরাও যুদ্ধে যোগদান করেছে।

সংবাদমাধ্যম সিএনএন স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

গত ২১ সেপ্টেম্বর পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন। এরপর প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু বলেন, ৩ লাখ রিজার্ভ সৈন্য ডাকা হবে। তবে রুশবিরোধী গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ১০ লাখের বেশি সেনা সমাবেশ ঘটাতে পারে রাশিয়া।

পুতিনের ডিক্রিতে যে সেনাসংখ্যার কথা বলা হয়েছে, তার চেয়ে অনেক বেশি সেনা ডাকা হবে। কিন্তু তা গোপন করে রাখা হয়েছে।

পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার রিজার্ভ সৈন্য ডাকার অর্থ- ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা ব্যাপক বাজে পরিস্থিতিতে পড়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।

এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: