ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ায় স্কুলে গুলি: শিক্ষার্থীসহ নিহত ৯

আল আমিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০২:২১

আল আমিন
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০২:২১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি স্কুলে অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে। সোমবার মধ্য রাশিয়ায় এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও আছে।

রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক, পাঁচজন ছাত্র এবং দুইজন প্রহরী রয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো থেকে ৯৬০ কিলোমিটার দূরে উদমুরতিয়া এলাকায় ইজভেসকের স্কুলে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ জানিয়েছেন, হতাহতের মধ্যে শিশুও রয়েছে। ইজভেসকের স্কুলে ৬ থেকে ১৭ বছর বয়সীদের পড়ানো হতো।

হামলার ঘটনায় কর্তৃপক্ষ আক্রমণকারীর পরিচয় কিংবা হামলার কারণ জানাতে পারেনি। 

বিদেশ বার্তা/ এএএ    



আপনার মূল্যবান মতামত দিন: