ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০১:০৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০১:০৭

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম আরো কমে গেছে। পাউন্ডের দাম কমার পেছনে মার্কিন ডলারের আধিপত্যকেও কিছুটা দায়ী করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের সরকার কর কমানোর ঘোষণা দিয়েছে। এরপরই ডলারের বিপরীতে কমেছে পাউন্ডের দাম।

সিএনএন জানিয়েছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতি ব্রিটিশ পাউন্ডের দাম কমে ১.০৩ ডলারে নেমে গিয়েছিল, পরে তা কিছুটা বেড়ে স্থির হয়েছে ১.০৬ ডলারে।

গত শুক্রবার ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং কর কমানোর ঘোষণা দেন। এতে জীবনযাপনে ব্যয় বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে কর কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির বিরোধী দল লেবার পার্টি।

সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী লর্ড কেন ক্লার্ক সরকারের কর কমানোর সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করেছেন, এ সিদ্ধান্তের ফলে পাউন্ডের দাম আরো কমে যেতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: