ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সেনা বৃদ্ধির ঘোষণায় বিক্ষোভে উত্তাল রাশিয়া, চাপের মুখে পুতিন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে নতুনভাবে সেনাবল বৃদ্ধির ঘোষণায় নিজ দেশে চাপের মুখে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বিরোধী বিক্ষোভে এখন উত্তাল গোটা রাশিয়া।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ৩২টি শহর-লোকালয় থেকে গ্রেফতার হয়েছেন কমপক্ষে ৭৩০ আন্দোলনকারী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ ফোর্সের তিন লাখ সেনাকে রণক্ষেত্রে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া ইউক্রেনের দখলকৃত ৪টি অঞ্চলে গণভোট আয়োজনের ইস্যুটিও মানতে নারাজ রুশরা। তারই প্রতিবাদে দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ’সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। যুদ্ধ বন্ধের লিফলেট বিলি করার সময় গ্রেফতার হন অনেকে।

শনিবারই প্রেসিডেন্ট পুতিন জারি করেছেন নতুন ডিক্রি। সে অনুযায়ী কোনো সেনাসদস্য আত্মসমর্পণ করলে বা বাহিনী ত্যাগ করে পালালে বা যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালে ভোগ করতে হবে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড।



আপনার মূল্যবান মতামত দিন: