ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়াকে অবশ্যই শাস্তি পেতে হবে: জেলেনস্কি

আল আমিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০২:২৫

আল আমিন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০২:২৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলার অপরাধে রাশিয়ার শাস্তি চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ‘বিশ্বনেতাদের সম্মেলন’র দ্বিতীয় দিন বুধবার ভিডিও কনফারেন্স বক্তব্যে এ দাবি তোলেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলমান সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে তিনি বলেন, ‘ইউক্রেনে আগ্রাসন চালানোর অপরাধে রাশিয়াকে অবশ্যই শাস্তি পেতে হবে।’

বক্তব্যের শুরুতেই রাশিয়ার বিরুদ্ধে তোপ দাগেন জেলেনস্কি। ইউক্রেনের ‘বিপর্যয়কর অশান্তি’ সৃষ্টির জন্য মস্কোকে দায়ী করেন। বলেন, ‘একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে রাশিয়াকে বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নিতে হবে।

দেশটির প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও অব্যাহত রাখতে হবে।’ আলজাজিরার খবরে বলা হয়, ভাষণের এক পর্যায়ে অধিবেশনে থাকা বিশ্বনেতারা দাঁড়িয়ে জেলেনস্কিকে অভিবাদন জানান। সাধারণ পরিষদের অধিবেশনে এমন দৃশ্য খুবই বিরল। জেলেনস্কির এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনে আংশিক রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেন পুতিন। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন আমাদের ভূখণ্ড চুরি করার চেষ্টার জন্য শাস্তি দাবি করছে।

হাজার হাজার মানুষের হত্যার শাস্তি দাবি করছে। নারী ও পুরুষদের নির্যাতন ও অবমাননার শাস্তি দাবি করছে। একটি ক্ষতিপূরণ তহবিলও দাবি করে বলেছেন যে, রাশিয়াকে ‘এই যুদ্ধের জন্য নিজস্ব সম্পদ থেকে ক্ষতিপূরণ প্রদান করা উচিত।’


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: