ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিরিয়ায় নৌকা ডুবি: ৩৪ অভিবাসীর প্রাণহানি

আল আমিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৮

আল আমিন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: লেবানন থেকে যাত্রা করা অভিবাসীদের বহনকারী একটি নৌকা সিরিয়ার উপকূলে ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন ৩৪ অভিবাসনপ্রত্যাশী। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সিরিয়ার সরকার এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, জীবিত উদ্ধার হওয়া আরও ২০ জনকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিরিয়ার পরিবহণ মন্ত্রণালয় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে বলেছে— গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি যাত্রা শুরু করে এবং এটিতে ১২০-১৫০ জনের মতো আরোহী ছিল।

উত্তাল সমুদ্র এবং প্রবল বাতাসের কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতির মধ্যেই অনুসন্ধান অভিযান চলছে বলে জানিয়েছেন বন্দর মহাপরিচালক সামের কুব্রুসলি।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে বিভিন্ন দেশের মানুষ ছিল। কিছু লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনিদের মধ্যে সংকট-বিধ্বস্ত লেবানন থেকে সমুদ্রপথে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা ক্রমেই বাড়ছে এবং অবৈধ এ যাত্রা পথে এটিই সবচেয়ে মারাত্মক ঘটনা।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, বাসেল হাসপাতালে ২০ জনের চিকিৎসা চলছে। নৌকাটিতে লেবানিজদের পাশাপাশি সিরিয়ার মানুষও ছিলেন। অনেকের কাছে কোনো পরিচয়পত্র ছিল না।

অর্থনৈতিক সংকটের কারণে শুধু লেবাননেই হাজার হাজার লোক তাদের চাকরি হারিয়েছে এবং লেবানিজ পাউন্ডের মূল্য ৯০ শতাংশেরও বেশি কমে গেছে। এ ছাড়া হাজার হাজার পরিবার তাদের ক্রয়ক্ষমতা হারিয়েছে এবং এখন তারা কার্যত চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: