ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০১:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০১:২৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

জানা গেছে, ভূমিকম্পের কারণে মেক্সিকো সিটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। এসময় ভূমিকম্পের সতর্ক সংকেতও বাজানো হয়।

এরপর মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম টুইটারে বলেছেন, রাজধানীতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রথমে সাত মাত্রার ভূমিকম্প রেকর্ড করে, যা কয়েকদিন আগের ভূমিকম্প থেকে কিছুটা দুর্বল।

তাছাড়া ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ দশমিক ৭ কিলোমিটার।

এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশটির একই অঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে অন্তত দুই জন নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন: