ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাতিসংঘে রাশিয়ার শাস্তি চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:০০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:০০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার শাস্তির মুখোমুখি হওয়া উচিত।

পূর্বে ধারণকৃত একটি ভিডিও ভাষণ সাধারণ পরিষদে প্রচার করা হয়। সেই ভাষণে জেলেনস্কি বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে রাশিয়ার সংগঠিত যুদ্ধাপরাধের বিচারের দাবি জানান।

এসময় জেলেনস্কি একটি শান্তি ফর্মুলাও বাতলে দিয়েছেন। যাতে আরো সামরিক সহায়তা চেয়েছেন তিনি এবং বিশ্বমঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন।

এই ভাষণে অবৈধ যুদ্ধের মাধ্যমে ভয়াবহ বিপর্যয় ডেকে আনায় রাশিয়াকে দায়ী করেন জেলেনস্কি। তার দাবি, রাশিয়া শান্তি আলোচনাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না। সূত্র: বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন: