ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ৭০ ভাগ রাশিয়ার দখলে

আল আমিন | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৫:৩৬

আল আমিন
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৫:৩৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আজ শনিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি শহর রাশিয়ার সেনাদের দখলে চলে গেছে।

এদিকে নতুন করে পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। লুহানস্ক ওব্লাস্টের গভর্নর সের্হি হাইদাই বলছেন, রুশ সেনারা প্রায় ৭০ শতাংশ এলাকা দখল করেছে। খবর: আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো ক্রমাগত গোলাগুলির সম্মুখীন হচ্ছে। অসংখ্য বেসামরিক লোক আহত ও নিহত হচ্ছে। এক ফেসবুক পোস্টে সের্হি হাইদাই বলেছেন, অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এখানে কোনো মানবিক করিডোর নেই।

এদিকে, ইউক্রেনের বেশিরভাগ শহর জুড়ে বিমান হামলার সাইরেন শোনা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সাইরেনের মাধ্যমে মানুষকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যেসব স্থানে সাইরেন বাজানো হয়েছে তার মধ্যে অন্যতম রাজধানী কিয়েভ, লভিভ, ওডেসা, খারকিভ, চেরকাসি এবং উত্তর-পূর্বের সুমি অঞ্চল।

এরি মধ্যে শুক্রবার ইউক্রেনের মারিউপোলে এক মসজিদের ওপর গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। যাতে প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নিয়েছে শিশুসহ ৮৬ তুর্কি নাগরিকের একটি দল।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: