ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফিলিস্তিনে দখল বন্ধে ইসরায়েলকে বাধ্য করা উচিত জাতিসংঘের: কাতারের আমির

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ভূমিতে দখল বন্ধে ইসরায়েলকে বাধ্য করা উচিত জাতিসংঘের।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জাতিসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে এই মন্তব্য করেন।

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে অবশ্যই তার দায়িত্ব পালন করা উচিত। ১৯৬৭ সালের সীমানার আলোকে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা উচিত।

কাতারের আমির সতর্ক আরো বলেন, আন্তর্জাতিক বিধান বাস্তবায়নে ব্যর্থতার কারণে দখলদাররা তাদের দখল কর্মকাণ্ডকে নীতি হিসেবে নিচ্ছে। এভাবে চলতে থাকলে সংঘাতের নীতি পরিবর্তন হবে এবং ভবিষ্যতে সংহতির বিন্যাসও পরিবর্তন হবে। এই সন্ধিক্ষণে ন্যায়বিচার অর্জনে ভ্রাতৃতুল্য ফিলিস্তিনিদের পাশে পূর্ণ সংহতির সঙ্গে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সূত্র: আল জাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন: