
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযানে ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। এখন রাশিয়ার বড় একটি সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর দিকে বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে খবরে জানা গেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে রাশিয়ার সেনাবহর।
মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়ার বড় সেনাবহর কিয়েভের উত্তর দিকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইউক্রেনের পাল্টা আক্রমণের ঝুঁকি কমানোর জন্য রাশিয়া এখন চারদিক থেকে কিয়েভ ঘিরে রাখার পরিকল্পনা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, চেরনিহিভ, খারকিভ, মারিওপোল ও সুমি শহর রাশিয়ার সেনারা ঘিরে রেখেছে। সাথে ওইসব শহরে ভারী গোলবর্ষণও চলছে। সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: