
আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের পূর্ব উপকূলে শনিবার (১৭ সেপ্টেম্বর) ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, উপকূলীয় শহর তাইতুং থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি খবর জানা যায়নি।
তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬.৪ মাত্রার ছিল। ভূপৃষ্ঠ থেকে এর কম্পনের গভীরতা ছিল ৭.৩ কিলোমিটার।
আপনার মূল্যবান মতামত দিন: