ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনায় আহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৫০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন।

খারকিভের পুনরুদ্ধার করা শহর ইজিয়াম পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কিয়েভে ফিরছিলেন জেলেনস্কি। পথে ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন। তবে তিনি গুরুতর আহত হননি।

ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ জানান, একটি গাড়ির সঙ্গে ভলোদিমির জেলেনস্কির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে আঘাত তেমন গুরুতর নয়। আহত জেলেনস্কিকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা তাকে পরীক্ষা করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই টেলিভিশনে প্রচারিত ভাষণে জেলেনস্কি বলেন, ‘খারকিভের আশেপাশের এলাকা থেকে মাত্র ফিরে এসেছি। পুরো অঞ্চল এখন দখলমুক্ত। এটি আমাদের একটি নজিরবিহীন অর্জন। রুশ সেনাদের হটিয়ে দিতে পেরেছে আমাদের সেনারা। সূত্র- সিএনএন, এনডিটিভি।



আপনার মূল্যবান মতামত দিন: