ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৩

আল আমিন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে এতে দুটি বাহনই পুড়ে গেছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার উত্তর আমেরিকার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত প্রদেশ তামাউলিপাসে দুর্ঘটনাটি ঘটে। জ্বালানিবাহী ট্রাকের দুটি ট্যাংক ট্রেলারের একটি খুলে যাওয়ায় ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন প্রদেশটির প্রসিকিউটররা।

দুর্ঘটনার পর তামাউলিপাস প্রদেশের পুলিশ প্রাথমিকভাবে নয়টি দেহাবশেষ খুঁজে পায়। কিন্তু বিকেলের দিকে প্রসিকিউটররা বলেন, দুর্ঘটনায় মৃত আরও নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ ঘটনায় ট্রাকের চালক বেঁচে গেছেন। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: