ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সকল উদ্দেশ্য হাসিল করা হবে: রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০৩:৩০

আল আমিন
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০৩:৩০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির– ‘সব অঞ্চল স্বাধীন করা হবে’ এবং ‘বাঁচতে চাইলে রুশ সেনাদের পালিয়ে উচিত’ মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিকল্পনা অনুসারেই চলছে।

দিমিত্রি পেসকভ বলেন, বিশেষ অভিযান চলমান আছে। এটা পদ্ধতি অনুসারেই চলছে এবং সাম্প্রতিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সকল উদ্দেশ্য হাসিল করা হবে।

এর আগে সোমবার রাতে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, বাঁচতে চাইলে রুশ সেনাদের এখনই পালিয়ে যাওয়া উচিত।

রাশিয়া ও ইউক্রেন সীমান্তের কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে জেলেনস্কি বলেন, আক্রমণকারীরা (রুশ সেনারা) তা ভালো করেই জানে। তবে ইউক্রেন সেনাদের ‘পাল্টা আক্রমণ’ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চাননি জেলেনস্কি।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ সেনাদের দখলকৃত অঞ্চল খেরসনে তারা প্রথম সারির প্রতিরক্ষা ভেঙ্গে ফেলেছেন। অঞ্চলটিতে পাল্টা আক্রমণের তথ্য জানিয়েছে ইউক্রেন।

খেরসনের ইউক্রেনীয় সামরিক প্রশাসন দাবি করেছে, ইউক্রেন সেনাদের উচ্চ সূক্ষ্ম আক্রমণ রুশ সেনাদের গুদাম এবং নিয়ন্ত্রণ পয়েন্ট ধ্বংস করছে। সূত্র: বিবিসি

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।

এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: