ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রুশ হামলায় ৯,০০০ ইউক্রেনীয় সেনা নিহত: কিয়েভ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২১:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২১:৪৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ অভিযান চালাচ্ছে রাশিয়া। বিগত ৬ মাস ধরে চলমান রুশ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৯,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালিরি জালুঝানি সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমকে বলেন, প্রায় ৯,০০০ বীর প্রাণ হারিয়েছেন। তাদের সন্তানদের পরিচর্যার প্রয়োজন। এই যুদ্ধের সময় রাশিয়ার কতজন সৈন্য নিহত হয়েছে তা জানা যায়নি।

তবে দুই সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইউক্রেনে রাশিয়া ৭০,০০০ থেকে ৮০,০০০ সৈন্য হারিয়েছে। তারা হয় নিহত হয়েছে, কিংবা আহত হয়েছে। তবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

জাতিসংঘের দেওয়া তথ্যে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় ৫,৫৮৭ বেসামরিক লোক নিহত এবং ৭,৮৯০ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন: