ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সোমালিয়ায় জঙ্গিদের হামলায় ১০ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০৬:১৫

আল আমিন
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০৬:১৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল-শাবাব জঙ্গিদের হামলায় ১০ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। এর আগে হোটেলের বাইরে দুটি বিস্ফোরক বিস্ফোরণ ঘটায় তারা। হামলাকারীরা হোটেল হায়াতের উপরের তলায় লুকিয়ে আছে বলে জানা গেছে।

পুলিশের একটি বিশেষ ইউনিট হোটেল থেকে বেশ কয়েকজন অতিথি ও কর্মীদের উদ্ধার করেছে বলে জানা গেছে।

মোহামেদ আবদিকাদির নামে একজন কর্মকর্তা জানান, বেশিরভাগ লোককে উদ্ধার করা হয়েছে, তবে এ পর্যন্ত অন্তত আটজন বেসামরিক নাগরিক মারা গেছে।

আবদিকাদির বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে। তাদের ওই হোটেল ভবনের একটি কক্ষে ঘেরাও করে রাখা হয়েছে। সেখান থেকে অধিকাংশ লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে জঙ্গি হামলায় এখন পর্যন্ত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: