
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাগোরোদনায়েক গণমাধ্যম সিএনএনকে বলেছেন, রুশ সেনারা ইউক্রেনের আর কোনো অঞ্চল দখল করতে পারবে না এবং এগুতে পারবে না। কারণ তাদের আটকানোর মতো অস্ত্র ইউক্রেনীয় সেনাদের পশ্চিমারা দিয়েছে।
এ ব্যাপারে আন্দ্রি জাগোরোদনায়েক বলেন, যুদ্ধের পরিস্থিতি এখন এমন অবস্থায় আছে, রুশ সেনারা ইউক্রেনে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, কারণ পশ্চিমারা আমাদের অস্ত্র দিয়েছে। আমরা এখন তাদের আটকাতে সক্ষম।
তবে তিনি জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে দিয়ে দখলকৃত অঞ্চলগুলো পুনদর্খল করতে যে পাল্টা আক্রমণ চালানো দরকার সেই পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা ইউক্রেনের সেনাদের নেই।
এ ব্যাপারে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুর্ভাগ্যবশত, একটি কঠিন, ভালো ও পূর্ণ শক্তি দিয়ে পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা ইউক্রেনের নেই।
ইউক্রেনে যুদ্ধ বর্তমানে ‘থমকে’ আছে এটি বলা যায় কিনা। এমন প্রশ্নে এ সাবেক মন্ত্রী বলেন, ইউক্রেনে যুদ্ধ থমকে আছে এটি বলা যায় না। কারণ যুদ্ধ থমকে থাকলে কিছুটা স্থিতিশীলতা বা শান্তভাব থাকবে। কিন্তু এখনো দেশে যুদ্ধ চলছে। সূত্র: সিএনএন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: