ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রুশ হামলায় ইউক্রেনের কমপক্ষে নিহত ৬ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ০২:৩৪

আল আমিন
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ০২:৩৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি ফ্ল্যাটে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গর্ভনর। হামলার পরে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ বাহিনীর হামলায় ওই ফ্ল্যাটের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘আমরা ক্ষমা করব না, আমরা প্রতিশোধ নেব।’

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেন, অভিযানের ফলে উত্তর-পূর্ব শহরের বিল্ডিংয়ে আগুন লেগে যায়। যুদ্ধের প্রথম দিকে খারকিভ রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল, কিন্তু রুশ সেনারা শহরটি এখনো দখল করতে সক্ষম হয়নি। যদিও মস্কো এখন তার সামরিক ফোকাস ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে স্থানান্তরিত করেছে, খারকিভ শহরে রুশ বাহিনী আকাশ থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। সূত্র : আল-জাজিরা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।

এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: