ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণ, বিশ্বকে শক্তি দেখাতে বলল ইউক্রেন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ১৯:২৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ১৯:২৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় ঘটলে কী ঘটতে পারে তার ওপর জোর দিয়ে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের এনারহোডার শহরে অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে নতুন করে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইউক্রেন-রাশিয়া পরস্পরকে দোষারোপ করছে। বিশ্ব পারমাণবিক পর্যবেক্ষক (ওয়াচডগ) যুদ্ধ বন্ধ না হলে বিপর্যয়ের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সেনারা আক্রমণ অথবা গুলি করার জন্য পারমাণবিক কেন্দ্র ঘাঁটি হিসেবে ব্যবহার করলে তারা ইউক্রেন সেনাদের ‘বিশেষ টার্গেট হবে।’

সোমবার দিবাগত রাতে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, রাশিয়ার জন্য যদি বিপর্যয় ঘটে তাহলে এর জন্য দায়ী হবে যারা এখন নিরব।

জেলেনস্কি আরো বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় বিশ্ব যদি শক্তি এবং কার্যকর সিদ্ধান্ত না নিতে পারে তার অর্থ হবে, বিশ্ব পরাজিত হয়েছে। সূত্র: রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন: