ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাকায় ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

আল আমিন | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ০০:৩৭

আল আমিন
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ০০:৩৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ এবং আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের অংশ হিসাবে এই আয়োজন পালিত হয়েছে।

অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কে. দোরাইস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভারতের মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) শিক্ষকদের নেতৃত্বে বাংলাদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য দেশটির জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান করেন। ভারতীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্য অনুষ্ঠানটিতে ব্যাপক উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

 


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: