
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ এক হামলায় কমপক্ষে ৪২ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।
রোববার দেশটির তেসিত শহরের কাছে এ ঘটনা ঘটে। বুধবার বিষয়টি জানিয়েছে মালি সরকার। দেশটির সরকারের দাবি, এই হামলার জন্য আইএসের সহযোগী সংগঠন দায়ী।
এক বিবৃতিতে মালি সরকার বলেছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।
পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা জঙ্গি গোষ্ঠী এক দশক ধরে বিদ্রোহ করে আসছে। মালির সেনাবাহিনী তাদের দমনে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। রবিবারের হামলাটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
সূত্র: ভয়েস অব আমেরিকা, ফ্রান্স-২৪।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: