
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সামরিক অভিযানের দ্বাদশ দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভের হোস্তোমেল শহরের মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো (৬১) এবং চলচ্চিত্র তারকা পাশা লি (৩৩) রুশ সেনাদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর: ডেইলি মেইল।
সোমবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক অভিযানে একজন ইউক্রেনীয় অভিনেতা এবং স্থানীয় মেয়র তাদের দেশের জন্য লড়াই করতে গিয়ে মারা গেছেন।
রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে হোস্তোমেল গ্রামের এই মেয়র বেসামরিক নাগরিকদের খাবার ও ওষুধ বিতরণ করার সময় গুলিতে মারা যান।
পাশা লি অভিনয়, উপস্থাপনা এবং ভয়েস ডাবিং কাজের জন্য সুপরিচিত। রুশ দখলকৃত ইউক্রেনের ইরপিনে লড়াই করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন তিনি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: