
আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংকট নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠক করবেন। আগামী বৃহস্পতিবার দু দেশের মধ্যে এ গুরুত্বপূর্ন বৈঠক হবে। তুরস্কের আনতালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র: বিবিসি
উক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে এটাই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে প্রথম বৈঠক।
যদিও ইউক্রেনের দাবি এখনো অনেক আবাসিক এলাকায় রকেট হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সংকট সমাধানে আজই বেলারুশ সীমান্তে তৃতীয় দফায় বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা।
উল্লেখ্য, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে । অভিযানে ইতিমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: