ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ৮ মার্চ ২০২২ ০৫:৪৭

আল আমিন
প্রকাশিত: ৮ মার্চ ২০২২ ০৫:৪৭

ভারতীয় রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূত মুকুল আর্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার (৬ মার্চ) দূতাবাসের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

মুকুল আর্য রবিবার ভারতীয় মিশনে গিয়েছিলেন। মুকুল আর্য ২০০৮ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার ব্যাচের ছিলেন।

মুকুলের মৃত্যুতে শোক জানিয়ে এক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বেদনাদায়ক খবরটি আসার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ নির্দেশ দেন যাতে স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রণালয়, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষ অবিলম্বে এ ঘটনা খতিয়ে দেখে মুকুল আর্যের মৃত্যুর কারণ জানতে পারে। ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে।

মুকুল আর্যের লাশ ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে ফিলিস্তিন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: