ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেন সংকট নিয়ে মোদি-জেলেনস্কির ফোনালাপ

আল আমিন | প্রকাশিত: ৮ মার্চ ২০২২ ০৪:০৩

আল আমিন
প্রকাশিত: ৮ মার্চ ২০২২ ০৪:০৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের চলমান সংকট নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।খবর: এনডিটিভি।

সরকারি সূত্র জানিয়েছে, দুই নেতা ফোনে প্রায় ৩৫ মিনিট ধরে কথা বলেন। তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে পূর্ব ইউরোপের দেশটির বর্তমান পরিস্থিতি।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন যে, ভারত সবসময় সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান চায় এবং দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে।

প্রায় ৭০০ ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনের সুমিতে আটকা পড়েছে।এ সময় সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তার সহযোগিতা চেয়েছেন মোদি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: