
আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ইউক্রেন জুড়ে ছয়টি মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। এসব নগরীর মধ্যে রাজধানী কিয়েভ ও অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোল রয়েছে। খবর: এএফপি।
সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘মানবিক উদ্দেশ্যে রাশিয়ার সামরিক বাহিনী ৭ মার্চ স্থানীয় সময় সকাল ১০ থেকে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করছে এবং মানবিক করিডোর খুলছে।’
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন,‘মানবিক করিডোরের বিষয়ে বাকি তথ্য ইউক্রেনের পক্ষ থেকে শিগগিরই জানানো হবে।’
তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান, দুটি হেলিকপ্টার ও কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র: ইউএস নিউজ
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: