ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ান নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলা

আল আমিন | প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ০৩:১১

আল আমিন
প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ০৩:১১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  সেবাস্তোপলের ক্রিমিয়ান বন্দরে রবিবার (৩১ জুলাই) রাশিয়ান নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। রাশিয়ান দখলকৃত শহরের মেয়র মিখাইল রাজভোজায়েভ এই তথ্য জানান।

টেলিগ্রামে মিখাইল রাজভোজায়েভ বলেন, ইউক্রেনের জাতীয়তাবাদীরা রুশ নৌবহরের আনন্দের দিনটি নষ্ট করার জন্য সকালে এ ঘটনা ঘটিয়েছে। হামলায় এক সেনা কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

মেয়র আরও জানান, হামলার পর পর নিরাপত্তাজনিত কারণে সকল উৎসব বন্ধ করে দেওয়া হয়। বাসিন্দাদের যথাসম্ভব নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুচকাওয়াজসহ রাশিয়ায় বিশাল নৌ দিবস উদযাপন হওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হামলার পর তা বাতিল করা হয়।

তবে এই হামলা আদৌ ইউক্রেন চালিয়েছে কিনা তা দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত জানা যায় নি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: