ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ায় ছয় শতাধিক বিক্ষোভকারী আটক

আল আমিন | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৪:৩০

আল আমিন
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৪:৩০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উপর চালানো রাশিয়ার হামলাকে অন্যায় মনে করে এর বিরোধিতা করছে দেশটির অনেক নাগরিক। দেশব্যাপী যুদ্ধবিরোধী বিক্ষোভ করছে অনেকে। আর এতে ছয় শতাধিক বিক্ষোভকারীকে আটক করছে দেশটির কর্তৃপক্ষ।

যুদ্ধ পর্যবেক্ষণ গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, রাশিয়ার ২১টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ছয় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

পর্যবেক্ষণ গোষ্ঠীটি জানিয়েছে, কারাবন্দি নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রুশদের প্রতি আহ্বান জানালে তাঁরা রাস্তায় নেমে আসেন।

গোষ্ঠীটি আরো জানিয়েছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে দুই শতাধিক বিক্ষোভকারী আটক হয়েছেন।

নাভালনি আহ্বান জানিয়েছেন, মস্কোর স্থানীয় সময় দুপুর ২টায় রাশিয়ার শহরগুলোর প্রধান স্থানগুলোতে যেন বিক্ষোভ করা হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে রুশরা রাস্তায় নেমে আসেন।

ইউক্রেনে হামলা শুরুর পর ১১ দিনে রাশিয়ায় আট হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সূত্র: বিবিসি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: